নিউইয়র্কে পুলিশের বাধায় আটকাল ম্যাক্রোঁর গাড়ি, ট্রাম্পকে ফোনে সমাধান

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১২:১৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১২:১৪:১৪ অপরাহ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গাড়িবহর শহরের রাস্তায় পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তিনি নিজে গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বললেও নিরাপত্তাজনিত কারণে তাকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
 

পরিস্থিতি সামাল দিতে ম্যাক্রোঁ সরাসরি ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পরে সেই ফোনকলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়। নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই ঘটনা নিশ্চিত করেছে।
 

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর ওই সড়ক দিয়ে অতিক্রম করছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতে অন্য যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এতে অন্যান্যদের মতো ফরাসি প্রেসিডেন্টও আটকা পড়েন।
 

ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর কিছু সময়ের মধ্যেই রাস্তা খুলে দেওয়া হলেও পুরোটা গাড়িতে যেতে পারেননি ম্যাক্রোঁ। তাকে বাকি পথ হেঁটে এগোতে হয়।
 

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন ঘিরে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শহরে অবস্থান করায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]