সিলেটে বালু ও পাথর চুরির মামলায় বিএনপির সাবেক নেতা সাহাব উদ্দিন কারাগারে

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১২:১২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১২:১২:৪৭ অপরাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে বালু ও পাথর চুরির অভিযোগে দায়ের করা আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে এসব মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান, ভূমি অফিসের দায়ের করা মামলাসহ মোট দুটি মামলায় সাহাব উদ্দিনকে আটক দেখানো হয়েছে। এদিন আদালতে তোলা হলে তাকে এ মামলাগুলোতে গ্রেফতার দেখানো হয়।
 

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে র‌্যাব-৯ সদস্যরা সাহাব উদ্দিনকে গ্রেফতার করে।
 

দলীয় সূত্র জানায়, সাহাব উদ্দিন এক সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি তার সভাপতির পদ স্থগিত করে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]