এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:১০:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:১০:১৩ পূর্বাহ্ন

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি অকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিতে ডব্লিউটিওর প্রতি আহ্বান জানান।
 

প্রধান উপদেষ্টা আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এমন ফলাফল নিশ্চিত করার ওপর জোর দেন, যাতে এলডিসি থেকে উত্তরণশীল দেশগুলো উন্নত বাজারে শুল্কছাড় প্রত্যাহারের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। ডব্লিউটিও মহাপরিচালক এ সময় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। জানা গেছে, বাংলাদেশ ২০২৬ সালের শেষ ভাগে এলডিসি মর্যাদা থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে।
 

বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত ডব্লিউটিও সংস্কার ও বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ড. অকোনজো-ইওয়ালা বলেন, ক্রমবর্ধমান সুরক্ষা নীতি ও বিশ্বায়ন থেকে সরে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও বৈশ্বিক বাণিজ্য এখনো স্থিতিশীল এবং বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিওর নিয়মে পরিচালিত হচ্ছে। তিনি ডব্লিউটিওর সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা কামনা করেন।
 

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বৈশ্বিক বাণিজ্যের দ্রুত পরিবর্তিত প্রেক্ষাপটে ডব্লিউটিওকে কার্যকর নেতৃত্ব দিতে হলে সংগঠনটিকে অভিযোজিত হতে হবে। তিনি জানান, বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে কণ্ঠ তুলতে প্রস্তুত। বৈঠকে প্রধান উপদেষ্টার জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]