
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সংস্থাটির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে বিতর্ক পর্বে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ সম্পূর্ণ অকার্যকর। একইসঙ্গে বিশ্বজুড়ে কয়েকটি যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলেও দাবি করেন তিনি।
ভাষণে ট্রাম্প বলেন, জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা থাকলেও বাস্তবে এটি তার ধারেকাছেও পৌঁছাতে পারছে না। তিনি আরও দাবি করেন, জাতিসংঘ যেখানে ব্যর্থ, সেখানে তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন। এই মধ্যস্থতার কয়েকটি ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। ট্রাম্পের কথায়, "এটা খুবই খারাপ যে জাতিসংঘের পরিবর্তে আমাকে এই কাজগুলো করতে হয়েছে। দুঃখজনক যে, কোনো ক্ষেত্রেই জাতিসংঘ সাহায্য করার চেষ্টা করেনি।"
ভাষণে ট্রাম্প বলেন, জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা থাকলেও বাস্তবে এটি তার ধারেকাছেও পৌঁছাতে পারছে না। তিনি আরও দাবি করেন, জাতিসংঘ যেখানে ব্যর্থ, সেখানে তিনি সাতটি যুদ্ধ থামিয়েছেন। এই মধ্যস্থতার কয়েকটি ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। ট্রাম্পের কথায়, "এটা খুবই খারাপ যে জাতিসংঘের পরিবর্তে আমাকে এই কাজগুলো করতে হয়েছে। দুঃখজনক যে, কোনো ক্ষেত্রেই জাতিসংঘ সাহায্য করার চেষ্টা করেনি।"