সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করল যুক্তরাজ্য

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:১৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন
যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর এবার দেশটির সরকারি মানচিত্র ও ওয়েবসাইটে "অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল" শব্দের পরিবর্তে সরাসরি "ফিলিস্তিন" নাম ব্যবহার করা শুরু করেছে। এই পরিবর্তনটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণার পরই কার্যকর হয়েছে।
সোমবার ইরানের মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ গণমাধ্যম ও গালফ টুডের খবর অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইসরায়েল ও ফিলিস্তিন সংক্রান্ত ভ্রমণ পরামর্শ পৃষ্ঠায়, বিদেশে ব্রিটিশ মিশনের তালিকায় এবং সরকারি মানচিত্রে এখন “ফিলিস্তিন” নামটি ব্যবহার করা হচ্ছে।
রোববার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেন এবং বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য যুক্তরাজ্য কাজ করবে। এই স্বীকৃতি এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলন নতুন গতি পেয়েছে। যুক্তরাজ্য হলো কানাডা ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]