জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:০৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:০৯:৩৪ অপরাহ্ন
 

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
 

বার্তায় উল্লেখ করা হয়, অধিবেশনে অংশ নেওয়ার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
 

সেশনের আগে অধ্যাপক ইউনূস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা, বৈশ্বিক উন্নয়ন ও মানবাধিকার ইস্যুতে মতবিনিময় হয় বলে জানা গেছে।
 

বিশ্ব নেতাদের এই সমাবেশে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার উপস্থিতিকে আন্তর্জাতিক পরিসরে দেশের কূটনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]