শেরপুরে কিশোরীর কারণে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোর আব্দুর রহমানের

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:০০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:০০:৫৮ অপরাহ্ন
 

শেরপুরের নালিতাবাড়ীতে এক কিশোরীকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ হামলার শিকার হওয়ার পর সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

নিহত আব্দুর রহমান নালিতাবাড়ীর উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। সোমবার রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে তার লাশ নিজ গ্রামে দাফন করা হয়।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে আব্দুর রহমান তার কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে যায় খড়িয়াপাড়া গ্রামে। সেখানে স্থানীয় এক কিশোরীর প্রতি আকর্ষণ থেকে দুই দলের মধ্যে বিরোধ বাঁধে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রোকন নামে স্থানীয় এক কিশোর তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। এতে আব্দুর রহমানসহ তিনজন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে ঢাকায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যায়।
 

নিহতের চাচা মতিউর রহমান অভিযোগ করেন, “আমার ভাতিজাকে অন্যের দ্বন্দ্বে প্রাণ দিতে হলো, আমরা এর বিচার চাই।”
 

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে, অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।”
 

স্থানীয়দের মতে, কৈশোরে তুচ্ছ বিষয় নিয়ে এমন সহিংসতায় প্রাণহানি সামাজিক অস্থিরতার এক ভয়াবহ দিককে সামনে এনেছে। তারা দ্রুত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]