সুনামগঞ্জ সীমান্তে অবৈধ বালুবোঝাই দুই ট্রলার জব্দ করল বিজিবি

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫৫:৩৮ অপরাহ্ন
 

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ইজারাবিহীনভাবে খনিজ বালি বহনকারী দুটি ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার চারাগাঁও বিওপির টহল দল কলাগাঁওছড়া নদী থেকে ট্রলারগুলো আটক করে।
 

বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ফেরার সময় টহল দলের সদস্যরা বালিবোঝাই ট্রলার দুটিকে আটক করে। জব্দ করা বালি ও ট্রলারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা বলে তিনি উল্লেখ করেন।
 

স্থানীয়ভাবে সীমান্তবর্তী নদী-ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবহন দীর্ঘদিন ধরে একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চালালেও সীমান্ত এলাকায় অনিয়মিতভাবে এ কার্যক্রম চলতে থাকে। বিজিবির এই পদক্ষেপকে স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের অংশ হিসেবে দেখছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]