অজ্ঞাত ড্রোন আতঙ্কে কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ, ১৫ ফ্লাইট ডাইভার্ট

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৯:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৯:৪০ পূর্বাহ্ন

ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার পর সোমবার রাতে বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
 

আল জাজিরার খবরে বলা হয়, রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমানবন্দরের আকাশসীমা বন্ধ রাখা হয়। বিমানবন্দরের মুখপাত্র লিস অ্যাগারলি কার্স্টেইন জানান, সমাধান না হওয়া পর্যন্ত উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত থাকবে এবং পুনরায় চালু হওয়ার সময় এখনও নির্ধারণ করা হয়নি।
 

কোপেনহেগেন পুলিশ জানায়, বিমানবন্দরের ওপর তিন থেকে চারটি বড় ড্রোন উড়তে দেখা গেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যানেট ওস্টেনফেল্ড বলেন, ড্রোনগুলো এলোমেলোভাবে এদিক–সেদিক চলাচল করছিল; ঘটনাটি তদন্তের আওতায় নেওয়া হয়েছে। তবে এগুলো সামরিক নাকি বেসামরিক ড্রোন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
 

ইউরোপের কয়েকটি দেশ সম্প্রতি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। গত শুক্রবার এস্তোনিয়া জানিয়েছিল, রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুমতি ছাড়া প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটেই কোপেনহেগেনে ড্রোন দেখা যাওয়ার ঘটনা ঘটল।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]