
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ও তাদের মিত্র সংগঠনগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিউইয়র্ক সম্মেলনে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ফিলিস্তিনকে ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সব সশস্ত্র গোষ্ঠীকে কেন্দ্রীভূত কর্তৃপক্ষের অধীনে আনতে হবে।
ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক এই সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলন বর্জন করে। আব্বাস যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তবে ভিডিওবার্তা পাঠান।
তিনি বলেন, ফিলিস্তিনে একটি বৈধ নিরাপত্তা বাহিনীর অধীনে সকল নাগরিক সমান আইনের শাসনে থাকবে। যুদ্ধের অবসান ঘটলে তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, যার মূল দায়িত্ব থাকবে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজন।
বর্তমানে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ফাতাহর নেতৃত্বে কার্যক্রম চালাচ্ছে। এক সময় গাজায়ও ফাতাহর প্রভাব ছিল, তবে ২০০৬ সালের নির্বাচনে হামাস জয়ী হওয়ার পর ২০০৭ সালের শেষ নাগাদ তারা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণেই রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে আকস্মিক হামলা চালানো হয়েছিল, তার পরিকল্পনা ও নেতৃত্বে হামাসের সরাসরি ভূমিকা ছিল বলে অভিযোগ করে আসছে আন্তর্জাতিক মহল। আব্বাসের সাম্প্রতিক বক্তব্যকে তাই গাজার পরিস্থিতি ও ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি তাৎপর্যপূর্ণ আহ্বান হিসেবে দেখা হচ্ছে।