মানিকগঞ্জে নিজ বাড়িতে নারী খুন, ডাকাতির অভিযোগে তদন্ত চলছে

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুড়ী গ্রামে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক নারী খুন হয়েছেন।
 

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতরা তার বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে এবং তাকে হত্যা করে। নিহত রাশিদা বেগম প্রায় এক দশক আগে প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন এবং দীর্ঘদিন ধরে ওই গ্রামে একাই বসবাস করছিলেন।
 

তার একমাত্র মেয়ে বর্তমানে জর্ডান প্রবাসী। ঘটনার সময় বাড়ির পাশের কক্ষে ভাইয়ের মেয়ে ও নাতি অবস্থান করলেও তারা নিরাপদে ছিলেন।
 

ঘিওর থানার ওসি মো. কোহিনুর ইসলাম জানান, প্রাথমিক তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]