রাবিতে রাকসু নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের বিক্ষোভ

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০২:৩৬:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০২:৩৬:২৪ পূর্বাহ্ন

রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাকসু কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতেই বারবার নির্বাচন স্থগিত করছে রাকসু নির্বাচন কমিশন।
 

সংবাদ সম্মেলনে শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, কমিশনের এমন একতরফা সিদ্ধান্ত তারা মানতে রাজি নন। তার দাবি, আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটিও পরিবর্তনের আশঙ্কা রয়েছে। সংগঠনটির সভাপতি ও রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদও একই অভিযোগ তোলেন। তিনি বলেন, এর আগেও দফায় দফায় তারিখ পরিবর্তন এবং মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে একটি দলের সুবিধার্থে।
 

অভিযোগের বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, আরোপিত অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, চলমান শাটডাউন এবং পোষ্য কোটা আন্দোলনের কারণে শিক্ষক-কর্মী সরবরাহে জটিলতা তৈরি হয়েছিল। এ কারণে তারিখ পরিবর্তন হলেও নির্বাচন আয়োজনের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং আগামী ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

এদিকে বিক্ষোভ মিছিলে শাখা ও বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]