যশোরে পেট্রোল পাম্প দখলচেষ্টা: ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫৮:৫৮ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রোল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে, বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই এবং ব্যক্তিগত অপরাধের দায়ভার দল নেবে না।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “সুনির্দিষ্ট অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি কখনও অপরাধীকে প্রশ্রয় দেয় না।”

তবে বহিষ্কৃত আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তার দাবি, আওয়ামী লীগ আমলে সুবিধাভোগীরা নেপথ্যে থেকে মিথ্যা মামলা ও অভিযোগ সাজিয়েছেন, যার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ২১ সেপ্টেম্বর যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, বাগআঁচড়ার ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ দখলের চেষ্টা চালাচ্ছেন আনোয়ার। মৃত মালিকের মেয়ে তনিমা খাতুন জানান, ২০২২ সালে বাবার মৃত্যুর পর আনোয়ার জাল দলিল তৈরি করে পাম্পটি দখলের চেষ্টা করছেন। বর্তমানে এ সংক্রান্ত দুটি মামলা চলমান রয়েছে। সম্প্রতি ১৯ সেপ্টেম্বর আনোয়ার ও তার সহযোগীরা পাম্পে ঢুকে ম্যানেজারকে বের করে দিয়ে কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে। পুলিশে খবর দিলে তারা পালিয়ে গেলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের হুমকি অব্যাহত রাখছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]