
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৩২ শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২২ সেপ্টেম্বর) ছাত্রশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে চিঠি পাঠানো হয়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়েছেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শান্ত ইসলাম ও মো. রিদয়, এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ।
চিঠিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারির ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রশৃঙ্খলা কমিটি ২৫ থেকে ২৭ আগস্ট এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক সভায় অভিযোগনামা, ভিডিও ফুটেজ, কারণ দর্শানো নোটিশ ও শিক্ষার্থীদের জবাব পর্যালোচনা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়। এসময় শিক্ষার্থীদের হাতে তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। পরবর্তীতে শিক্ষকরা দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তাদের মূল দাবি ছিল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা।