রাকসু নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪৩:৫৪ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে এই নির্বাচন হবে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবস্থা নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নয়। কারণ হিসেবে বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না। তাই উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চারটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশ সংবাদ সম্মেলন করে জানান, প্রায় ৬০ শতাংশ ভোটার ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন এবং ভোটের পরিবেশ নেই। তারা দাবি করেন, সঠিক পরিবেশ ফিরিয়ে না আনলে রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। ছাত্রদল সমর্থিত প্যানেল দুর্গাপূজার পর নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল। এসব অবস্থার পর নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে নতুন তারিখ ঘোষণা করে।

অন্যদিকে, শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এতে অধিকাংশ বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সোমবার সকালে শিক্ষকরা মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরাও।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]