টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, দগ্ধ ৫

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৯:০৭ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
 

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলমের নাম জানা গেছে, তবে বাকি চারজনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
 

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান জানান, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শাহিন আলম টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

এদিকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]