আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
 

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বৈঠকে খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম সমন্বয়ের বিষয়টি আলোচনায় আসে। তবে কত টাকা বাড়ানো হবে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে পরে জানানো হবে। এদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে প্রস্তাবিত হার আন্তর্জাতিক দামের তুলনায় বেশি হওয়ায় বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
 

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ হাজার ২০০ ডলার ছুঁয়েছে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ১৮–২০ শতাংশ বেড়েছে। একইভাবে পাম অয়েলের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় স্থানীয় বাজারে সমন্বয়ের দাবি করা হয়েছে।
 

এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]