
উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দর এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে আনতে পারে। পরিস্থিতি বিবেচনায় মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ উপকূলে মৌসুমি লঘুচাপ প্রায়ই সৃষ্টি হয়, যা অনেক সময় নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব পরিস্থিতিতে জেলেসহ উপকূলের মানুষকে অতিরিক্ত সতর্ক থাকতে হয় এবং বন্দরে জাহাজ চলাচলেও প্রভাব পড়ে।