বজ্রসহ বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, অফিসগামীদের ভোগান্তি

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১০:০৫:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১০:০৫:৪৬ পূর্বাহ্ন

রাজধানীতে টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল পর্যন্ত চলতে থাকে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো অঝোরে ঝরা বৃষ্টির সঙ্গে যুক্ত ছিল বজ্রপাত।

সোমবার সকালে মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, গ্রিন রোড, মণিপুরীপাড়া, নিউমার্কেট, আসাদগেট ও ঝিগাতলাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। এতে রিকশা ও গণপরিবহন সংকট তৈরি হয়, আর যানজট বাড়ায় গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে সাধারণ মানুষের।

চাকরিজীবী বরকত উল্লাহ বলেন, “অঝোরে বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হলেও রিকশা পাচ্ছি না। অনেকক্ষণ অপেক্ষা করছি, অফিসে সময়মতো পৌঁছাতে পারবো বলে মনে হয় না।” আরেক চাকরিজীবী মোস্তফা কামাল জানান, “বাসার সামনে পানি জমে থাকায় সময়মতো বের হতে পারিনি। কিছুটা পানি কমায় বের হয়েছি, কিন্তু অফিসে দেরি হবেই।”

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]