উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫৬:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫৬:৪৮ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

দলের মুখপাত্র ফারুক হাসান জানিয়েছেন, নুর দেশে চিকিৎসা নিতে চাইলেও চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড মত দেয় যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি। এ কারণে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে, যেখানে চার থেকে ছয় সপ্তাহ চিকিৎসা নিতে হতে পারে।

ফারুক হাসান আরও বলেন, নূরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এ ঘটনায় এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৮ দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফিরেছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]