
আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মানবসভ্যতার মূল ভিত্তি হলো পরিবার, এবং মানুষের মানসিক প্রশান্তির জন্যও এর কোনো বিকল্প নেই। শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, পরিবার ব্যবস্থা মজবুত না করলে মানবসভ্যতাকে টিকিয়ে রাখা সম্ভব হবে না।
সিডনির ডায়মন্ড ভেন্যুস গ্রুপ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ বলেন, আধুনিক সমাজে পরিবার ভাঙার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা একটি সুস্থ সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি মনে করেন, পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ধর্মীয় অনুশাসনের দুর্বলতা আমাদের পারিবারিক কাঠামোকে দিন দিন ঝুঁকির মধ্যে ফেলছে।
অনুষ্ঠানে তিনি 'পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব' নিয়ে দীর্ঘ দুই ঘণ্টা আলোচনা করেন। এ সময় তিনি কোরআন ও হাদিসের আলোকে পরিবারে সৃষ্ট বিভিন্ন সংকট এবং দাম্পত্য জীবনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সিডনিপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন 'ফজর গ্রুপ' এই অনুষ্ঠানের আয়োজন করে।