জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষার সময়সীমা বাড়ল

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:২০:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:২০:০৪ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা গ্রহণের সুযোগ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়নের নির্দেশিকার আলোকে সময় বৃদ্ধি করা হয়েছে।
 

নির্দেশনা অনুযায়ী, ইনকোর্স পরীক্ষা সম্পন্ন হওয়ার পর উত্তরপত্র, হাজিরার তালিকা এবং নম্বরপত্রের হার্ড কপি অবশ্যই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের নির্ধারিত শাখায় হাতে হাতে জমা দিতে হবে।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র জমাদানের অন্যান্য নিয়ম পূর্বে প্রকাশিত নির্দেশনার মতো অপরিবর্তিত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]