সাভারে রিমন হত্যা: এক বছর পর চার আসামি গ্রেফতার, পুলিশের রহস্য উদঘাটন

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:১৫:১৬ অপরাহ্ন

সাভারের হেমায়েতপুরে নিরাপত্তাকর্মী রিমন হত্যার এক বছর পর মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের তথ্য ও মামলার অগ্রগতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে।
 

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, নিহত রিমন ‘এমই বিডি টেক লিমিটেড’ নামের একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রতিদিনের মতোই গত বছরের ৩ আগস্ট রাতে তিনি ফ্যাক্টরির ভেতরেই অবস্থান করছিলেন। সেই সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং তার দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাটি তখন ‘ক্লুলেস’ হিসেবে রয়ে গিয়েছিল।
 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চম্পক বডুয়া জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালানোর পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও আসামিদের চিহ্নিত করা সম্ভব হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতরা আসলে ওই রাতে ফ্যাক্টরিতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিল। কিন্তু নিরাপত্তাকর্মী রিমন বিষয়টি টের পেলে নিজেদের পরিকল্পনা ফাঁস হওয়ার ভয়ে তাকে হত্যা করে তারা।
 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]