ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে ডাকসুর তীব্র নিন্দা

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৯:১২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৯:১২:০৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর শিক্ষার্থীদের নিয়ে বিএনপির স্থগিত হওয়া উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
 

রোববার (২১ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, ঢাবি নির্বাচন-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায় থেকে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে। এসব মন্তব্যে শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ বলে আখ্যায়িত করা হয়েছে। এমনকি ঢাবিকে ‘হাটহাজারি মাদরাসায় রূপান্তরিত’ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
 

ডাকসু মনে করে, এ ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং শিক্ষার্থীদের মর্যাদাহানি ঘটায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার চর্চার কেন্দ্র, যেখানে ভিন্ন ধর্ম, জাতি ও মতাদর্শের শিক্ষার্থীরা সমান মর্যাদায় শিক্ষা গ্রহণ করছে। শতবর্ষ পেরিয়ে আসা এই প্রতিষ্ঠান দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের সূতিকাগার হিসেবেও পরিচিত।
 

ডাকসু বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া এমন বিভেদমূলক মন্তব্য কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের অবমাননা। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
 

সংগঠনটি আরও জানিয়েছে, ঢাবির মর্যাদা ও শিক্ষার্থীদের অধিকার অক্ষুণ্ণ রাখতে যেকোনো বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ডাকসু দৃঢ় অবস্থান ধরে রাখবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]