
রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হাঙ্গেরি ও স্লোভাকিয়ার ওপর চাপ বাড়াচ্ছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইইউভুক্ত বেশিরভাগ দেশই ইতোমধ্যে রুশ তেল আমদানি বন্ধ করে দিলেও বুদাপেস্ট এবং ব্রাতিস্লাভা তাদের জ্বালানি নিরাপত্তার কারণ দেখিয়ে এখনো এ নির্ভরতা বজায় রেখেছে। এই পরিস্থিতিতে ইইউ এখন এই দুটি দেশকে রুশ তেল আমদানি থেকে সরে আসার জন্য নতুন কৌশল বিবেচনা করছে।
ইইউ কর্তৃপক্ষ ধারণা করছে, যদি হাঙ্গেরি ও স্লোভাকিয়া পর্যায়ক্রমে রুশ তেলের ওপর তাদের নির্ভরশীলতা কমাতে ব্যর্থ হয়, তবে ড্রুজবা পাইপলাইন দিয়ে আসা তেলের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে সরাসরি তেল আমদানি করে দেশ দুটি।
ইইউর এই সম্ভাব্য পদক্ষেপ হাঙ্গেরি ও স্লোভাকিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ তারা দীর্ঘদিন ধরে এই তেলের ওপর নির্ভরশীল। তাদের জ্বালানি চাহিদা পূরণের জন্য বিকল্প উৎস খুঁজে বের করা একটি কঠিন কাজ। এই চাপ ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং ইউক্রেন সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় মতপার্থক্যের বিষয়টিও সামনে নিয়ে এসেছে।