বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৫:৩৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৫:৩৬:০৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র বাল্টিক রাষ্ট্রগুলোতে সামরিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নেওয়ায় ওই অঞ্চলে রাশিয়ার আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে। গত আগস্টের শেষ দিকে পেন্টাগন লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার কূটনীতিকদের জানায়, ওয়াশিংটন তাদের নিরাপত্তা সহায়তা কমিয়ে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপকে নিজেদের সুরক্ষার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানায়।
এই ঘোষণার কয়েক দিন পরই রুশ যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং একটি পোলিশ তেল প্ল্যাটফর্মের কাছে বিপজ্জনকভাবে উড়ে যায়। এই ঘটনাকে অনেকেই একটি হুঁশিয়ারি হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, মার্কিন সামরিক উপস্থিতি ও সমর্থন কমে গেলে রাশিয়া আরও সাহসী হয়ে উঠতে পারে এবং বাল্টিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
রাশিয়ার এমন আচরণ এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোর সিদ্ধান্ত, দুইয়ে মিলে বাল্টিক দেশগুলোর মধ্যে নতুন করে নিরাপত্তা সংকট ও শঙ্কার জন্ম দিয়েছে। ইউরোপের পূর্বাঞ্চলে এমনিতেই ইউক্রেন যুদ্ধকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে মার্কিন সহায়তা কমার ফলে এই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]