
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ইতালির রাভেনা বন্দরে দুটি অস্ত্রবাহী ট্রাক আটকে দিয়েছেন স্থানীয় শ্রমিক ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। এই ঘটনাকে ইসরায়েলবিরোধী ক্রমবর্ধমান আন্দোলনের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির অভ্যন্তরে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন CGIL এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এবং বলেছে এটি কেবল শুরু। ইউনিয়নটি আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে দেশব্যাপী ধর্মঘট এবং জেনোয়া ও লিভোর্নোসহ অন্যান্য প্রধান বন্দরে আরও অবরোধ কর্মসূচি। আন্দোলনকারী শ্রমিকরা ইতালীয় সরকারের কাছে অবিলম্বে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানিয়েছে। তারা গাজায় বেসামরিক মানুষের ওপর হওয়া হামলার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই প্রতিবাদ কর্মসূচি ইতালির অভ্যন্তরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তৈরি হওয়া তীব্র জনমত এবং ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন।