
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আগামী মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ ভোটে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে ইসরায়েলের জাতীয় দল এবং ক্লাবগুলোকে ইউরোপের সব ধরনের প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে কি না। কাতারের নেতৃত্বে উত্থাপিত এই প্রস্তাব ইতোমধ্যে বেশিরভাগ সদস্য দেশের সমর্থন লাভ করেছে বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে কাতার উয়েফার সদস্য দেশগুলোর ওপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে, যার ফলে ইসরায়েলকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নেওয়া দেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে মাত্র দুই থেকে তিনটি দেশ এই প্রস্তাবের বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের অবস্থান ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তারা উয়েফার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি লবিং করছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছে যাতে এই বিতর্কিত বিষয়টি ভোটে না ওঠে। যদি ভোটে প্রস্তাবটি গৃহীত হয়, তবে এটি ইউরোপীয় ফুটবলে ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হবে এবং দেশটির ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।