
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে তাদের ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে, যা দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করার লক্ষ্যে জ্বালানি, ব্যাংকিং এবং ক্রিপ্টো খাতকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে। নতুন এই কঠোর পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানি নিষিদ্ধ করা হয়েছে এবং তেলের ওপর মূল্যসীমা ব্যারেলপ্রতি ৪৭.৬ ডলারে নামিয়ে আনা হয়েছে।
পলিটিকো'র এক প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার প্যাকেজে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের ১১৮টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা রাশিয়ান তেল পরিবহনে বাধা দেবে। একই সঙ্গে, দেশটির বৃহৎ জ্বালানি কোম্পানি রসনেফট ও গ্যাজপ্রমনেফটের সম্পদ জব্দ (ফ্রিজ) করা হয়েছে। এছাড়াও, রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত বিদেশি ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, যা রাশিয়ার আর্থিক লেনদেনকে আরও কঠিন করে তুলবে। ইউরোপীয় ইউনিয়নের এই ধারাবাহিক নিষেধাজ্ঞা ইউক্রেনে চলমান সংঘাতের জন্য মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার একটি কৌশলগত অংশ।