
উত্তর কোরিয়া সফলভাবে তাদের নতুন কুমসং-সিরিজের ট্যাকটিক্যাল আক্রমণাত্মক ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছে। এই ড্রোনটির নকশা যুক্তরাষ্ট্রের আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোনের সঙ্গে হুবহু মিল রয়েছে বলে জানা গেছে। এটি উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
উত্তর কোরিয়ার এই নতুন ড্রোনটির সফল পরীক্ষা দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ইঙ্গিত বহন করে। বিশেষ করে যখন এর নকশার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত গোয়েন্দা ড্রোন গ্লোবাল হকের এত বেশি সাদৃশ্য পাওয়া যাচ্ছে, তখন এর সামরিক কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও পিয়ংইয়ং আনুষ্ঠানিকভাবে এর ক্ষমতা বা সম্ভাব্য ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানায়নি, তবে এটি শত্রুপক্ষের ওপর আক্রমণ চালানোর পাশাপাশি নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।