
দীর্ঘ ১৩ বছর পর প্রথমবারের মতো যৌথ নৌ ও বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তুরস্ক ও মিশর। এই মহড়ার নাম দেওয়া হয়েছে "ফ্রেন্ডশিপ সি" (বাহর আল-সাদাকা)। আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পূর্ব ভূমধ্যসাগরে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়ায় তুরস্কের ফ্রিগেট, সাবমেরিন এবং এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেবে। অন্যদিকে, মিশরের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট এতে যোগ দেবে। এই যৌথ সামরিক মহড়া দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘদিনের শীতল সম্পর্ককে উষ্ণ করার ইঙ্গিত বহন করে। লিবিয়া সংকট এবং পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি সম্পদ নিয়ে বিরোধের কারণে দুই দেশের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছিল। সাম্প্রতিক সময়ে সেইসব বিরোধ মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে তুরস্ক ও মিশর।