
দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে চট্টগ্রাম, নওগাঁ এবং নরসিংদীর প্রশাসনিক ক্ষেত্রে নতুন নেতৃত্ব আসছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম জেলার ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল, নরসিংদীতে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নওগাঁয় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ মনিরা হক।
দেশের প্রশাসনিক কাঠামোতে এই রকম রদবদল প্রায়শই গুরুত্বপূর্ণ সরকারের রাজনৈতিক ও নীতিগত পরিবর্তন এবং নির্বাচনী প্রস্তুতির সময় দেখা যায়। সাম্প্রতিক মাসগুলোতে জেলাভিত্তিক ডিসিদের ব্যাপক রদবদল এবং নতুন নিয়োগ লক্ষ করা যাচ্ছে, যার একটি অংশ হিসেবে গত ২৫ আগস্টও পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনাসহ কয়েকটি জেলায় নতুন জেলা প্রশাসক নিযুক্ত হয়েছিল। এসব পদক্ষেপ বিশেষত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা, দক্ষতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিভিন্ন পর্যবেক্ষকের মতে, গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক পদে দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের মাধ্যমে প্রশাসনে জনআস্থা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সরকারি কার্যক্রমের ধারাবাহিকতাও নিশ্চিত করা হচ্ছে।