
ঢাকা থেকে ছাড়ার পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ব্রিজে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার সকাল ১০টা ৫৭ মিনিটে এ ত্রুটির কারণে যাত্রীসেবা ব্যাহত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল ইঞ্জিন উদ্ধারে পাহাড়িকা এক্সপ্রেস থেকে একটি ইঞ্জিন এনে সহযোগিতা করা হবে। ফলে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত থাকার আশঙ্কা রয়েছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, পারাবত এক্সপ্রেসকে ফের সচল করতে উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়িকা ট্রেন পৌঁছালে তার ইঞ্জিন ব্যবহার করে পারাবতকে ফিরিয়ে আনা হবে। অপরদিকে পারাবতের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, চলন্ত অবস্থায় শায়েস্তাগঞ্জ অতিক্রমের পর ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। দেখা যায় দুটি ফিউজ নষ্ট হয়ে গেছে এবং কুলিং ফ্যান কাজ করছে না। ফলে ইঞ্জিন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ফিউজ পরিবর্তন ও মেরামতের জন্য কারিগরি জনবল প্রয়োজন, যা ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গামী ও সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনগুলো এ সমস্যার কারণে আটকে আছে। যাত্রীদের দুর্ভোগ লাঘব ও বিকল ট্রেন সরিয়ে ট্রেন চলাচল সচল করতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।