রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় কাঁপল ইউক্রেন, পাল্টা জবাবে ড্রোন আক্রমণ কিয়েভের

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন

প্রায় অর্ধশত মিসাইল ও ৬০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনজুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতভর এই হামলায় দেশটির অন্তত ৯টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল খারকিভ, ওডেসা ও সুমি অঞ্চল। এতে অন্তত তিনজন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্যমতে, একদিনেই রাশিয়া ৭৮ বার বিমান হামলা চালায় এবং দেড়শ’র বেশি গাইডেড এরিয়েল বোমা ফেলে। সামরিক ও বেসামরিক স্থাপনা মিলিয়ে প্রায় পাঁচ হাজার হামলা চালানো হয়েছে।

পাল্টা আক্রমণ চালিয়েছে কিয়েভও। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সামারায় চারজন নিহত হন। দুই দেশের সেনাদের মধ্যে মোট ১৬৫টি ফ্রন্টলাইনে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]