
নেত্রকোনায় বিএনপির সাবেক নেতা সাইদুর রহমান অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত এক পথসভায় তাদের এই যোগদান সম্পন্ন হয়।
সাইদুর রহমান, যিনি বিএনপির সাবেক পৌর সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন, জামায়াতে যোগদানকারী কর্মীদের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি ছিলেন মাওলানা এনামুল হক, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক বিভাগের সহ-সভাপতি মো. শাজাহান কবির, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মো. মনিরুল ইসলাম ও মাওলানা আবু তাহেরসহ স্থানীয় নেতারা।
বক্তৃতায় মাওলানা এনামুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তাদের রাজনৈতিক কর্মীরা নানা ধরনের দমন-পীড়নের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, গুম, খুন, চাঁদাবাজি ও লুটপাটের মাধ্যমে স্বৈরশাসন চালানো হয়েছে। সেই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামের শাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।