যুক্তরাষ্ট্রকে বাগরাম এয়ারবেস ব্যবহারে অনুমতি দিল না আফগানিস্তান

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৪:২৭:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৪:২৭:১৩ পূর্বাহ্ন
আফগানিস্তান সরকার যুক্তরাষ্ট্রের বাগরাম এয়ারবেস পুনরায় ব্যবহারের আবেদন প্রত্যাখ্যান করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আফগানিস্তান তাদের নিজস্ব সার্বভৌমত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করল।
যুক্তরাষ্ট্রের এই অনুরোধ প্রত্যাখ্যানের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে আফগানিস্তান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, তালেবানের অধীনে আফগানিস্তানের বর্তমান প্রশাসন বিদেশি সামরিক উপস্থিতি সীমিত রাখার নীতি গ্রহণ করেছে। এই অবস্থান আফগান ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক কার্যক্রমের বিষয়ে তাদের কঠোর দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]