আইসিসি ছাড়ছে তিন সাহেল রাষ্ট্র: নতুন আঞ্চলিক আদালত গঠনের ঘোষণা

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৪:২২:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৪:২২:০৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাহেল অঞ্চলের তিন দেশ—মালি, নাইজার ও বুরকিনা ফাসো। তাদের অভিযোগ, আইসিসি এই অঞ্চলের দেশগুলোর প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই তিনটি রাষ্ট্রকে সাধারণত 'অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস' (AES) হিসেবে উল্লেখ করা হয়।
এই দেশগুলো জানিয়েছে, আইসিসি'র বিকল্প হিসেবে তারা একটি আঞ্চলিক বিচারিক কাঠামো তৈরি করবে, যার নাম হবে সাহেল ক্রিমিনাল কোর্ট ফর হিউম্যান রাইটস। এই নতুন আদালত মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য অপরাধের বিচার করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত আইসিসি'র কার্যকারিতা এবং বৈশ্বিক বিচার ব্যবস্থায় তার অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেবে। একই সঙ্গে, এটি সাহেল অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির একটি ইঙ্গিতও বহন করে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]