
মিশর সম্প্রতি সিনাই উপত্যকায় চীনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা HQ-9B মোতায়েন করেছে। যদিও এই পদক্ষেপটি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়, তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
চীনের এই অত্যাধুনিক সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন মিশর ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং সম্পর্কের জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে। অতীতে, সিনাই উপত্যকায় যেকোনো সামরিক পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে সম্পন্ন হতো। এখন প্রশ্ন উঠেছে, মিশর কি একক সিদ্ধান্তে এই ক্ষেপণাস্ত্র স্থাপন করল, নাকি এর পেছনে ইসরায়েলের নীরব সমর্থন রয়েছে? এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।