
বাংলাদেশে ২০ হাজার টাকার সেগমেন্টে এআই ফিচারসহ নতুন স্মার্টফোন ‘সুপার ২৬ আলট্রা’ উন্মোচন করেছে স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল। প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ–লেভেল ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে এই ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দেবে বলে কোম্পানির দাবি।
৬.৮ মিলিমিটারের সুপার স্লিম ডিজাইনের ফোনটিতে আছে ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১.৫কে রেজল্যুশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস। কর্নিং গরিলা গ্লাস ৭আই ও টাইটানশিল্ড আর্কিটেকচার ডিভাইসটির সুরক্ষা বাড়িয়েছে। রেইন অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্সও রয়েছে।
অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে এনএফসি ওয়ান–টাচ শেয়ারিং, ১.২ কিলোমিটার আলট্রা–লিংক কানেক্টিভিটি ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। বিশাল ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে।
সফটওয়্যারে রয়েছে উন্নত এআই ইন্টিগ্রেশন—যেমন এআই ইমেজ এডিটর, সিনেমাটিক ভ্লগ জেনারেটর, এআই ক্যামেরা ইরেজার ও সার্কেল টু সার্চ ফিচার। এছাড়া আইটেলের নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট ‘সোলা’ দৈনন্দিন কাজকে সহজ করে তোলে।
কোম্পানির মতে, সুপার ২৬ আলট্রা তরুণ, ডিজাইন–প্রেমী ও প্রযুক্তি–সচেতন ব্যবহারকারীদের জন্য স্টাইল, পারফরম্যান্স ও উদ্ভাবনের সমন্বিত অভিজ্ঞতা দেবে।