টেকনাফে বিএনপি নেতাকে জবাই করে হত্যা

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৯:৪৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৯:৪৪:০২ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে কথা–কাটাকাটি জেরে ছুরিকাঘাতের পর জবাই করে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ হোসেন (৪৭) টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে। তিনি পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের যুগ্ম–সাধারণ সম্পাদক। নিহতের ছোট ভাই শামসু আলম বলেন, বৃহস্পতিবার রাতে পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে মদ্যপানকে কেন্দ্র করে একই এলাকার আব্দুর রহমানের সঙ্গে আমার বড় ভাই ইমদাদ হোসেনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে সরে গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পানের দোকানে চলে যায়। এর কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই এলাকার বাসিন্দা কামাল হোসন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ ও সৈয়দ আলমসহ আরও ৪/৫ জন মিলে প্রথমে ইমদাদ হোসেনকে উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কের সামনে ছুরিকাঘাত করে। তবে মৃত্যু নিশ্চিত করতে তাকে আবার জবাই করে। এ সময় বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হত্যাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
 
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, ভোর রাত ৫টার দিকে ইমদাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, স্থানীয় লোকজন ঘটনার পর কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]