হিলিতে শিক্ষক মাসুদুর রহমানের বহিষ্কারের দাবিতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৩৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৩৬:৩৪ অপরাহ্ন
 

দিনাজপুরের হিলিতে শিক্ষক মাসুদুর রহমানের বিরুদ্ধে নির্যাতন, অশ্লীল গালিগালাজ ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার ছাত্ররা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আলজামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিল বের করে হিলি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোডস্থ প্রধান কার্যালয়ের সামনে এসে তারা অবস্থান নেন।
 

অভিযোগে বলা হয়েছে, শিক্ষক মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন, ব্যবহার করেছেন অশ্লীল ভাষা এবং শিক্ষার্থীদের কাছ থেকে অর্থও হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি ‘জুনাইদ’ নামের এক শিক্ষার্থীকে মারধর ও গলায় পা তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ আরও বাড়ে। শিক্ষার্থীরা বলেন, ওই শিক্ষককে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
 

পরিস্থিতি শান্ত করতে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মিছিল শেষ করে ফিরে যান। পরে প্রশাসনিক সিদ্ধান্তে হেফজ বিভাগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং দুপুরের পর থেকে শিক্ষার্থীদের মাদ্রাসা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]