ইরানের পারমাণবিক সংকট সমাধানে যৌথ উদ্যোগ আনছে রাশিয়া-চীন

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৩০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০২:৩০:০৬ অপরাহ্ন
 

ইরানের পারমাণবিক ইস্যু নিরসনে খুব শিগগিরই নতুন এক যৌথ পরিকল্পনা আনতে যাচ্ছে রাশিয়া ও চীন। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দায়িত্ব পালনরত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
 

উলিয়ানভ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান অচলাবস্থা কাটাতে রাশিয়া ও চীন যৌথভাবে উদ্যোগ নিতে প্রস্তুত। তবে তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে জানান, তাদের রাজনৈতিক চাপ কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে এবং আইএইএ ও তেহরানের মধ্যে সহযোগিতা দুর্বল করেছে।
 

এমন সময়ে এই বক্তব্য এল, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০১৫ সালের ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)’ অনুযায়ী ইরানের ওপর থেকে তুলে নেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইতোমধ্যেই ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, ইরান চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
 

তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, ইউরোপীয় দেশগুলোই প্রথমে চুক্তি ভঙ্গ করেছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি ইউরোপ। ফলে এখন তাদের ‘স্ন্যাপব্যাক’ প্রয়োগের বৈধতা নেই বলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]