গত জুন মাসে ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রায় ৫০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০,০০০ কোটি টাকা) খরচ করেছে। এই বিশাল অঙ্কের অর্থ মূলত THAAD (Terminal High Altitude Area Defense) ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কেনার পেছনে ব্যয় হয়েছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, প্রতিটি THAAD ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১২.৭ মিলিয়ন ডলার (১৫২ কোটি টাকা)। এই সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ১০০ থেকে ১৫০টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে জরুরি ছিল। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সম্পৃক্ততার গভীরতা প্রমাণ করে।