চুয়াডাঙ্গায় অভিনব মিটার চুরি: মুক্তিপণের বিনিময়ে ফেরত দিচ্ছে চোরচক্র

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৪৭:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৪৭:২০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক মিটার চুরির নতুন কৌশলে বিপাকে পড়েছেন গ্রাহকরা। খুঁটি থেকে মিটার খুলে নেওয়ার পর সেখানেই মোবাইল নম্বর লিখে রেখে যাচ্ছে চোরচক্র। পরে ওই নম্বরে যোগাযোগ করলে চাওয়া হচ্ছে মুক্তিপণ। টাকা পাঠালে কখনও ফেরত মিলছে মিটার, আবার অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।

গত কয়েক রাতের ব্যবধানে চুয়াডাঙ্গার হাতিকাটা, আলুকদিয়া ও ভালাইপুর এলাকা থেকে প্রায় অর্ধশত থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দায়ের হয়েছে এবং থানায় জিডিও হয়েছে। তবে এখনো কেউ আইনের আওতায় আসেনি।

স্থানীয়রা জানিয়েছেন, ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিকাশ বা নগদে আদায় করছে চোরচক্র। কেউ কেউ টাকা দিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে মিটার ফিরে পাচ্ছেন, আবার কেউ টাকা দিয়েও পাচ্ছেন না। এতে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন এলাকায় একই ধরণের ঘটনা ঘটছে বলে জানা গেছে। এক রাতে একসাথে ২০টিরও বেশি মিটার চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পুলিশের উদাসীনতার সমালোচনা করছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জোনাল ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চুরি হওয়া মিটার ব্যবহার করা সম্ভব নয় কারণ এগুলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে সিল করা থাকে। তবে গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে একটি চক্র।

চুয়াডাঙ্গার সিআইসি পরিদর্শক মোহাম্মদ সামসুদ্দোহা জানান, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং খুব দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]