পটুয়াখালীর বাউফল পৌর শহরে রুমান মৃধা (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।
পুলিশ জানায়, রুমানসহ আটজন শ্রমিক স্থানীয় একটি ভবনের পাইলিংয়ের কাজে যুক্ত ছিলেন। রাতের খাবারের পর তিনি সহকর্মীর কাছ থেকে রুমের চাবি নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সহকর্মীরা দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায়, রুমান গলায় ফাঁস দিয়েছেন।
খবর পেয়ে ভবনটির মালিক নান্নু পুলিশে যোগাযোগ করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।