কুমিল্লায় চুরির অভিযোগে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, র‍্যাবের অভিযানে আটক ৩

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৩৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৩৪:২৭ পূর্বাহ্ন

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন যুবক এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। নির্যাতনের একটি ৩১ সেকেন্ডের ভিডিও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দোষীদের গ্রেফতারের দাবি ওঠে।
 

ভুক্তভোগীর নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ সরকারের ছেলে। ভিডিওতে দেখা যায়, তাকে আটকে রেখে কুকুর দিয়ে আক্রমণ চালানো হয়।
 

ঘটনার পর র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল দ্রুত অভিযান শুরু করে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‍্যাব জানায়, ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে, যদিও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
 

র‍্যাব জানিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর শাকতলা সিপিসি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ ঘটনার পর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]