অভিবাসন নিয়ন্ত্রণে এইচ-ওয়ান বি ভিসার ফি ১ লাখ ডলার করলেন ট্রাম্প প্রশাসন

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৩০:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৩০:৫৮ পূর্বাহ্ন

অভিবাসন নিয়ন্ত্রণ ও স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিতে যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি ব্যাপকভাবে বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতদিন যেখানে ফি ছিল ১ হাজার ৫০০ ডলার, এখন তা বৃদ্ধি করে ১ লাখ ডলার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও বিবিসির।
 

২০০৪ সালে চালু হওয়া এইচ-ওয়ান বি কর্মসূচির আওতায় প্রতিবছর ৮৫ হাজার বিদেশি দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন খাতের পেশাদারদের নিয়োগ দেওয়া হয় এ ভিসার মাধ্যমে। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এর বড় সুবিধাভোগী।
 

মার্কিন পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তিকর্মীদের সংখ্যা ৪৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পায়, যার বেশিরভাগই ভারত ও চীন থেকে আসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২৫ লাখ বিদেশি স্টেম কর্মী (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত খাতের পেশাজীবী) কাজ করছেন।
 

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, বড় কোম্পানিগুলো বিপুল সংখ্যক বিদেশি কর্মী আনছে। এ পরিস্থিতিতে ফি বৃদ্ধি করে তাদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে— “যদি দক্ষ কর্মী প্রয়োজন হয়, তবে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সুযোগ দিন অথবা স্থানীয়দের প্রশিক্ষিত করুন। বাইরের লোকজনকে আর আমাদের চাকরি দখল করতে দেওয়া হবে না।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]