
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কানাডিয়ান নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিবৃতিতে সাধারণ ভ্রমণের জন্য ‘হলুদ সংকেত’ দেওয়া হলেও রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো পার্বত্য এলাকায় ‘লাল সংকেত’ জারি করা হয়েছে, যা সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা।
কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি, হরতাল, অবরোধ ও সম্ভাব্য বিক্ষোভ-সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, এবং এ ধরনের পরিস্থিতি অনেক সময় পূর্বাভাস ছাড়াই ঘটতে পারে। তাই ভ্রমণরত নাগরিকদের সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে পার্বত্য তিন জেলায় রাজনৈতিক সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে মাঝে মাঝে সংঘাতের আশঙ্কা থাকায় অঞ্চলগুলোতে ভ্রমণ না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। কানাডার কর্তৃপক্ষ বলছে, এসব ঝুঁকি বিদেশি ভ্রমণকারীদের জন্য সরাসরি নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে।