
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসানসহ তিনজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন) এস এন নজরুল ইসলাম থানা পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সম্ভাব্য ঝটিকা মিছিল ঠেকাতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিল সদর দফতর। কিন্তু বিকেল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানায় গিয়ে দেখেন, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা মাঠে না থেকে থানায় অবস্থান করছেন। পরে তৎক্ষণাৎ তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। এর মধ্যে এসি মেহেদী হাসানকে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। গত সপ্তাহে কমিশনারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল—যে এলাকায় আওয়ামী লীগ বা বিরোধী দলের নেতাকর্মীরা মিছিল করবে, সে এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তারা ঘটনা প্রতিরোধে সক্রিয় না থাকেন। তারই ধারাবাহিকতায় শুক্রবারের অভিযানে শিথিলতায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।