ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিউজিল্যান্ড

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৪৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৫:৪৬:২৪ অপরাহ্ন

নিউজিল্যান্ড আগামী সপ্তাহেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার অবস্থান নির্ধারণ করতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
 

তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাকের খবরে বলা হয়, পিটার্স জানিয়েছেন— নিউইয়র্কে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনার মাধ্যমেই জটিল এ ইস্যুতে নিউজিল্যান্ডের অবস্থান নিশ্চিত হবে। তিনি ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেবেন, যার যৌথ সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব। ওই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক বৈশ্বিক নেতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন বলে জানা গেছে।
 

পিটার্স আরও বলেন, গাজা, ইউক্রেন, দক্ষিণ সুদান এবং মিয়ানমারের মতো বড় সংকটের প্রেক্ষাপটে অংশীদার দেশগুলোর সঙ্গে আলাপ-আলোচনা নিউজিল্যান্ডের নিজস্ব নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত মাসেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, শিগগিরই ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
 

অন্যদিকে, ইতিমধ্যে অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাও আসন্ন সম্মেলনে স্বীকৃতির পক্ষে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]